দৈনিক বার্তা : চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেলে এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। রোববার মধ্যরাতে নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার এলাকার আল আরাফাত হোটেলে এ ঘটনা ঘটে। নিহত জোৎস্না বেগম (২০) রিয়াজুদ্দিন বাজার এলাকার জলসা মার্কেটের একটি জুতার দোকানে কাজ করতেন। এ ঘটনায় ঘাতক জাকির হোসেনকে (২৬) আটক করেছে পুলিশ। জাকির কিশোরগঞ্জের উত্তর জাফরাবাদ এলাকার আফতাব আহমেদের ছেলে।
কোতোয়ালী থানার এসআই কামরুজ্জামান জানান, রোববার রাত ১০টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে আল আরাফাত হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নেয় জোৎস্না ও জাকির। রাত ৩টার দিকে ওই কক্ষ থেকে চেচামেচির শব্দ শুনে হোটেলের ম্যানেজার কক্ষে গিয়ে দেখে জোৎস্নার মুখ চেপে ধরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করছে জাকির। পরে ম্যানেজার থানায় খবর দিলে পুলিশ গিয়ে জাকিরকে আটক এবং লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।