দৈনিক বার্তা : নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জামাতার সংশ্লিষ্টতার অভিযোগ উঠার পর থেকে দলীয় কর্মসূচি ও দাপ্তরিক কাজ এড়িয়ে চলছেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মন্ত্রিসভার আজকের বৈঠকেও তিনি অংশ নেননি। এ নিয়ে টানা তিনটি বৈঠকে অনুপস্থিত তিনি।কিছুক্ষনের মধ্যেই ব্যাংকক যাচ্ছেন আলোচিত এই মন্ত্রী। সচিবালয় সুত্র জানিয়েছে ব্যাক্তিগত কারনে তার এই সফর। গত সোমবারের বৈঠকেও তিনি গরহাজির ছিলেন। আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় র্যা ব-১১এর অধিনায়ক কর্ণেল তারেক সাঈদ মোহাম্মদসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে নিহতদের পরিবার। তাদের মধ্যে তারেক সাঈদ মন্ত্রী মায়ার জামাতা। ইতোমধ্যে তিন কর্মকর্তাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যাছবের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম। তিনি বলেন, র্যা ব ছয় কোটি টাকা নিয়ে সাতজনকে হত্যা করেছে। মন্ত্রী মায়ার ছেলে দীপু চৌধুরী এ অর্থ লেনদেনে মধ্যস্থতা করেন বলেও অভিযোগ করেন সাবেক এই ইউপি চেয়ারম্যান। এসব অভিযোগ উঠার পর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিবৃতি দিয়ে দাবি করেন এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে তার পরিবারের কারও যোগাযোগ ছিল না। নিহতদের স্বজনদের মতো তিনিও হত্যাকারীদের বিচার প্রত্যাশা করেন। তদন্তাধীন বিষয়ে মন্ত্রীর বিবৃতি দেয়ায় তা তদন্তে প্রভাব ফেলবে বলে অনেকে সমালোচনা করেন।