2দৈনিক বার্তা : বিতর্ক পিছু ছাড়ছে না এলিট  ফোর্স র‌্যাবের। নারায়ণগঞ্জের সাত খুনের ক্ষত শুকাতে না শুকাতেই এবার অর্থ আত্মসাতের অভিযোগে র‌্যাব-৩ এর সিপিসি-৩  কোম্পানি কমান্ডার  মেজর আলী আহসানসহ ১৮ জনকে প্রত্যাহার করা হয়েছে। তাদের সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩-এর ১৮ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার করে র‌্যাব সদর দপ্তরে সংযুক্ত করা হয়।   সোমবার তাঁদের প্রত্যাহার করা হয়।র‌্যাব সদর দপ্তরের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান জানান, বাহিনীর অভ্যন্তরীণ প্রয়োজনে’তাঁদের সদর দপ্তরে প্রত্যাহার করে নিয়ে আসা হয়েছে।

সাধারণত নিজেদেও প্রয়োজনে অথবা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ব্যাটালিয়ন  থেকে র‌্যাব কর্মকর্তা এবং সদস্যদের সদর দপ্তরে সংযুক্ত করা হয়।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার এক প্রতিবেদনে  সোমবার বলা হয়, গত শুক্রবার কুমিল্লা  থেকে চার ব্যক্তিকে আটক করে র‌্যাব-৩ এর সিপিস-৩ এর একটি টিম। এ সময় আটককৃতদের কাছে  দেড় লাখ টাকা ছিল। কিন্তু জব্দ তালিকায়  দেখানো হয় ৬০ হাজার টাকা। ৯০ হাজার টাকা তারা ভাগ-বাটোয়রা করে  নেয়। বিষয়টি জানাজানি হলে ঘটনার সঙ্গে জড়িত ১৮ জনকে  রোববার প্রত্যাহার করে নেয়া হয়।

ডিএমপির প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের পরিবারের সদস্যরা র‌্যাব সদর দফতরে অন্যায়ভাবে তাদের আটক এবং অর্থ আত্মসাতের অভিযোগ করে। এরপর তদন্তে ঘটনার সত্যতা  বেরিয়ে আসে।  সেই পরিপ্রেক্ষিতে সিপিসি-৩ এর সব সদস্যকে প্রত্যাহার করে সদর দফতরে ফিরিয়ে  নেয়া হয়।

তবে র‌্যাব সদর দফতরের দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তাদের বক্তব্য, র‌্যাব প্রত্যাহার কিংবা নতুন পদায়ন বাহিনীর কাজের নিয়মিত একটি স্বাভাবিক প্রক্রিয়া। র‌্যাবের মহাপরিচালক  মোখলেছুর রহমান সকালে তাদের প্রত্যাহারের কথা জানালেও পরে বাহিনীটির মুখপাত্র এটিএম হাবিবুর রহমান বলেছেন, তাদের প্রত্যাহার নয়, সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এদিকে নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে র‌্যাবের অন্য এক কর্মকর্তা বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে তাদের প্রত্যাহার করা হয়েছে।এরপর সিপিসি-৩ এর সব সদস্যকে সদরদপ্তরে প্রত্যাহার করা হয়।

গত ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন একসঙ্গে অপহৃত হলে তা নিয়ে সারাদেশে আলোচনা ওঠে।তিন দিন বাদে শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়ার পর নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ তোলেন, কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে ৬ কোটি টাকা নিয়ে র‌্যাব এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহত কাউন্সিলর নজরুলের স্বজনরা বলে আসছেন, র‌্যাবের এই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করলেই এই হত্যাকাণ্ডের সব রহস্য উদ্ঘাটিত হবে।এরপর হাই  কোর্টের একটি  বেঞ্চ এই হত্যাকাণ্ডের তদন্তে কমিটি গঠনের নির্দেশ  দেয়ার পাশাপাশি আরেকটি  বেঞ্চ গত ১১ মে র‌্যাবের এই তিন কর্মকর্তাকে  গ্রেপ্তারের নির্দেশ  দেন।

এর আগেই র‌্যাব-১১-এর অধিনায়ক  লে.কর্নেল তারেক সাঈদ  মোহাম্মাদ ও  মেজর আরিফ  হোসেন  ও রানাকে নারায়ণগঞ্জ  থেকে সরিয়ে সামরিক বাহিনীতে  ফেরত পাঠানো হয়।  সেনাবাহিনী তারেক ও আরিফকে অকালীন অবসরে পাঠায়। আর  লেফটেন্যান্ট কমান্ডার রানাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়  নৌবাহিনী।

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় চাকরি হারানো এই দুই  সেনা কর্মকর্তাকে ৫৪ ধারায়  গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় সর্বশেষ  গ্রেপ্তার হওয়া সাবেক র‌্যাব কর্মকর্তা এম এম রানাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেয়ার অনুমতি  পেয়েছে পুলিশ।রোববার বিকালে চাকুরিচ্যুত এই  নৌ-বাহিনীর কর্মকর্তাকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম  কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করে ১০ দিনে রিমান্ড চান সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ ডিবির ওসি মামুনুর রশীদ মণ্ডল।আবেদনের শুনানি  শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।