দৈনিক বার্তা : নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল নন্দীপাড়া মহল্লা থেকে বৃহস্পতিবার সকালে বাপ্পী দাস (১৭) নামে এক স্বর্ণকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বড়াইগ্রামে স্বর্ণকারের ঝুলন্ত লাশ উদ্ধার
বাপ্পী ওই মহল্লার বাসিন্দা বৃন্দাবন দাসের একমাত্র ছেলে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ইমরান হোসেন বাপ্পীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, বাপ্পী রাতে নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করেও না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে আড়ার সাথে তার লাশ ঝুলছে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বাপ্পী গত বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে লক্ষ্মীকোল বাজারে স্বর্ণকারের কাজ করতো—একথা উল্লেখ করে ইমরান জানান, তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় তার বাপ্পীর বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন বলেও জানান পরিদর্শক ইমরান।