1দৈনিক বার্তা :  চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত ও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় পিএইচপি গ্যাস ফ্যাক্টরির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তার নাম মেজর ডা. সানজিদা বিশ্বাস। এ দুর্ঘটনা ঘটে। নিহত ডা. সানজিদা বিশ্বাসের স্বামীর নাম শান্ত বিশ্বাস। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ওসি জাকির হোসেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসযাত্রী ডা. সানজিদা বিশ্বাস নিহত হন। এছাড়া আহত হন সানজিদার দুই বোন শারমিন আক্তার ও বিলকিস আক্তার, দেলোয়ার হোসেন এবং শেখ মশিউর রহমান। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।