1দৈনিক বার্তা : বুথ ফেরত সমীক্ষার ফল তাদের স্বস্তি দেওয়ার পর থেকেই ‘হুজ হু’ ঠিক করতে মাথা ঘামানো শুরু করেছে বিজেপি নেতৃত্ব৷ এর মধ্যেই অবশ্য এসে পড়েছে মোদী-বিরোধী শিবিরের নেতা-নেত্রীদের কাকে কোথায় বসান হবে, সেই প্রসঙ্গ৷ বুধবার প্রথমে নয়াদিল্লি ও পরে গান্ধীনগরে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বাসভবনে দফায় দফায় বৈঠকের পরও এখনও খসড়া তৈরি করে উঠতে পারল না বিজেপি নেতৃত্ব৷ বরং ভেসে রইল কয়েকটি প্রস্তাব ও দলের সিনিয়র সিটিজেনদের ‘খুশি’ করার বিষয়টি৷ শুক্রবার ভোটের ফল ঘোষণার পর শনিবার নয়াদিল্লিতে দলের সংসদীয় বোর্ডের বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঘোষণা করলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং৷ এদিন ঘোষিত মোদী বিরোধী আডবাণী ও সুষমার সঙ্গে দেখা করেন নীতিন গড়করির মতো বিজেপির শীর্ষ নেতারা৷ পরে গান্ধীনগরে নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকে বসেন রাজনাথ সিং, অরুণ জেটলি, নীতিন গড়করির মতো নেতারা৷ বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হলেও, কোনও বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি৷ জানা গিয়েছে, এনডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদী৷ কারণ হিসেবে, সরকার ও দলের মধ্যে সমন্বয় সাধনকে তুলে ধরেছেন তিনি৷ সে বিষয়টিও শনিবারের বৈঠকের আলোচ্য সূচিতে নথিভুক্ত করা হয়েছে৷ পাশাপাশি ফল যদি বিজেপির অনুকূলে যায় তবে গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্তও নেওয়া হবে সেদিনই৷ পাশাপাশি মোদী-মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্তও হবে শনিবার৷ জানা গিয়েছে, শুক্রবার গান্ধীনগরেই থাকবেন মোদী৷ শনিবার বারাণসীতে গিয়ে সেখানকার মানুষের ধন্যবাদ জ্ঞাপন সেরে বিকেলের মধ্যে পৌঁছবেন নয়াদিল্লিতে৷ তবে সবকিছুই নির্ভর করছে শুক্রবারের ফলের উপর৷