দৈনিক বার্তা : প্রখ্যাত সমাজসেবী আবদুল সাত্তার এদিকে নিজের একটি কিডনি দান করার প্রস্তাব দিলেন বিতর্কিত পাক অভিনেত্রী ভিনা মালিক।
যদিও ভিনা মালিকের এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন শয্যাশায়ী লেনিন শান্তি পুরস্কার বিজয়ী। বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন তিনি।
সম্প্রতি স্বামী আসাদ খাত্তাকের সঙ্গে অসুস্থ আবদুল সাত্তারকে দেখতে গিয়েছিলেন ভিনা। আবদুল সাত্তারের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরই নিজের একটি কিডনি দান করার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। সঙ্গে সঙ্গেই সাত্তার তা নাকচ করে দেন।
পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে একথা জানিয়ে ভিনা মালিক বলেন, ‘আমি মনে করি আবদুল সাত্তারের মতো মানুষরা পাকিস্তানবাসীকে সঠিক পথ দেখাতে পারবেন।’