2দৈনিক বার্তা : ২০১৫ থেকে ২০২৩ ৷ আগামী আট বছরে ভারতের সঙ্গে ছ’টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান ৷ বৃহস্পতিবার সরকারি ভাবে এই খবর জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৷ এ খবর সত্যি হলে ২০০৮-এ মুম্বই হামলার পর ফের চাল হতে চলেছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ ৷ মুম্বই হামলার পর দু’দেশের মধ্যে ওয়ান ডে সিরিজ হলেও টেস্ট সিরিজ খেলেনি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷
ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে পিসিবি-র তরফে চিফ ওপারেটিং অফিসার শুভন আহমেদ জানান, ‘ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) আগামী আট বছরে ভারতের সঙ্গে ছ’টি সিরিজ খেলবে পাকিস্তান ৷ এর মধ্য চারটি হোম সিরিজ খেলবে পাকিস্তান ৷’ যদিও পাকিস্তানের হোম সিরিজ কোথায় হবে তা পরিষ্কার করে কিছু জানাননি তিনি ৷ ছ’টি সিরিজে দু’দেশ ১৪টি টেস্ট, ৩০টি ওয়ান ডে  এবং ১২টি টি-২০ ম্যাচ খেলবে বলে জানানো হয় পিসিবি-র তরফে ৷
২০০৯-এ লাহলো পাকিস্তান টিম বাসের উপর জঙ্গিহানার পর থেকে পাকিস্তানের মাটিতে কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি ৷ সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে পাকিস্তান হোম সিরিজ খেলতে পারে আবু ধাবি ও দুবাই-এ ৷ ভারত-পাকিস্তান শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০০৭-এ ৷ আর ভারত শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৬-এ ৷ ২০০৭-এ ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ না-খেললেও ২০১২-র ডিসেম্বরে ভারতে তিনটি ওয়ান ডে এবং দু’টি টি-২০ ম্যাচ খেলে পাকিস্তান ৷