দৈনিক বার্তা : বুথ ফেরত সমীক্ষায় পাল্লা ভারী বিজেপিরই৷ কিন্তু, আনুষ্ঠানিক ফল ঘোষণা বাকি৷ শুক্রবার ভোট গণনার পর যদি বিজেপিই গদি দখল সুনিশ্চিত হলেই নরেন্দ্র মোদীর নিরাপত্তার জন্য পৌঁছে যাবে ‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ’ (এসপিজি)৷একইভাবে মোদীর স্ত্রী যশোদাবেন এবং মা হিরাবেনের জন্যও নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে৷
(বিস্তারিত আসছে)