1
File Photo

দৈনিক বার্তা : রাজধানীতে সংঘবদ্ধ নারী পাচারকারী চক্রের দুই নারী সদস্যসহ ৮ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মহানগর ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিনার আবু ইউসূফ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের মধ্যে দুই নারী ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।’