1দৈনিক বার্তা : টানা তিন ম্যাচের জয়ের কাণ্ডারিকে প্রশংসায় ভড়িয়ে দিলেন কেকেআর মালিক শাহরুখ  খান ৷ বুধবার রাতে কটকে নাইটরা আমচি মুম্বইকে  বেলাইন করার পর টুইটারে দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি ম্যাচের সেরা রবিন উথাপ্পার প্রশংসা করে এসআরকে বলেন, ‘টানা তিন ম্যাচ জেতার জন কেকেআর-কে অভিনন্দন ৷আর রবিনকে নিয়ে বিশেষ কিছু বলতে চাই ৷ রবি মাই বিউটি ৷ ইউ আর মাই চ্যাম্প… ৷ আমার কেকেআর-এর ছেলেরা আমাকে প্রাণ খুলে হাসাছে ৷ হাাসতে হাসতে মুখে ব্যাথা হয়ে যাচ্ছে ৷ এই জয়ের জন্য সকলকে ধন্যবাদ ৷’

বুধবার বারাবটি স্টেডিয়ামে মুম্বইকে ছ’ উইকেটে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে কেকেআর ৷ ১০ ম্যাচে পাঁচটি  জিতে  লিগ তালিকয়া চার নম্বরে নাইটরা ৷ শেষ চারটি ম্যাচে বড়সর অঘটন না-ঘটলে সেমিফাইনালে ওঠার পথ মসৃণ নাইটদের ৷রাজস্থান রয়্যালসের কাছে হারের পর  ফিরোশ শাহ কোটলায় গিয়ে ‘দিল্লি বধ’ করে আসার পর কটকে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাবের বিজয়রথ থামিয়ে দেন নাইটরা ৷ তার পর বুধবার এখানেই মুম্বই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিয়ে ফের প্লে-অফ ওঠার বলয়ে ঢুকে পড়ে কেকেআর ৷ গতবারের চ্যাম্পিয়ন মুম্বইকে দু’বারই হারানোয় সবচেয়ে খুশি নাইট  মালিক কিং খান ৷