1দৈনিক বার্তা : ফের বিতর্কে কানাডার পপ তারকা জাস্টিন বিবার৷ এবার এক মহিলার মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠল ২০ বছরের এই তরুণের বিরুদ্ধে ৷ সোমবার ঘটনাটি ঘটে সল এঞ্জেলেসের স্যান ফার্নান্দো ভ্যালি এলাকার একটি গলফ কোর্সে৷ জানা গিয়েছে, বিবার ভেবেছিলেন ওই মহিলা মোবাইল ফোনে তাঁর ছবি তুলছেন৷ এতেই খেপে গিয়ে মহিলার উপর চড়াও হন তিনি৷ মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন৷ বেশ কিছুক্ষণের ধ্বস্তাধ্বস্তির পর গলফ কোর্সে উপস্থিত ব্যক্তিদের চেষ্টায় তাঁকে থামানো যায়৷ এরপরই পুলিশে এই পপ তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও, এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ৷
এই প্রথম নয়৷ একাধিকবার বিভিন্ন ‘কুকীর্তি’তে নাম জড়িয়েছে বিবারের৷ সম্প্রতি মিয়ামির সমুদ্র তটে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন তিনি৷ এ ছাড়াও এক গাড়ির চালককে হেনস্থা, পড়শির বাড়িতে ডিম ছুড়ে মারা-সহ একাধিক অভিযোগ রয়েছে বিশ্ব কাঁপানো এই পপ স্টারের৷