দৈনিক বার্তা: মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছে তথা যা৷ ৩৩ বছরে পা দিয়ে সানির মনে যেন এই কথাই অহরহ চলছে৷ কারণ বলিউডে যত দিন যাচ্ছে ততই ঝুলিতে ভরে উঠছে ভাল ভাল ছবির অফার৷ তবুও জন্মদিনটা নাকি বেশ বোরিং কাটছিল সানি লিয়নের৷ কিন্তু যখনই প্যাকেটে সাজিয়ে গুছিয়ে বর ড্যানিয়েল বার্থ ডে গিফট হিসেবে সানির হাতে তুলে দিলেন হিরে ও পান্নার নেকলেশ, টুক করে উধাও সানি বোরিংপনা!
গপ্পোটা হল, জন্মদিনের আগের দিন সবে লস এঞ্জেলস থেকে মুম্বই নেমেছেন সানি লিয়ন৷ তার পরেই নাকি মাথায় ছিল বড্ডল ব্যথা৷ জেট ল্যাগের ফলে খুব অসুস্থ বোধ করছিলেন সানি৷ তাই যে মেয়ে রাতজাগা পাবলিক, সে ১০টায়ে গেলেন বিছানায়৷ কিন্তু ড্যানিয়াল রাত বারোটা বাজতেই হাতে কেক আর নেকলেশের বাক্স নিয়ে হ্যাপি বার্থডের সুরে নাকি মেতে উঠলেন৷ এক নিমেষে মাথা ব্যথা গায়েব৷ উলটে তিন বছরের বর ড্যানিয়েলের প্রতি ফের প্রেমে পড়ে গেলেন সানি৷ রেড ওয়াইনের গ্লাসে মিশে গেল জেট ল্যাগ৷ জন্মদিনের রাতেই ফের ড্যানিয়েল ও সানি ফিরে গেলেন মধুচন্দ্রিমার রাতে৷ এমনটিই সানি জানিয়েছেন নিজের ট্যুইটার পোস্টে৷