দৈনিক বার্তা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারকে অপহরণ ও খুনের প্রধান আসামি নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
নির্দেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রশাসন এ ব্যাপারে অভিযান চালাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ মন্ডলের এক আবেদনের প্রেক্ষিত্রে আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন এক আদেশে নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান আদেশের সত্যতা স্বীকার করেন।