দৈনিক বার্তা — অপহৃত স্কুল ছাত্রীদের বিনিময়ে নাইজেরিয়ার কারাগারগুলোতে বন্দী বোকো হারাম সদস্যদের ছেড়ে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটির বোর্নো রাজ্য থেকে দুশোর বেশি ছাত্রীকে অপহরণের প্রায় এক মাস পর, সোমবার বোকো হারাম ছাত্রীদের একটি ভিডিও চিত্র প্রকাশ করে।
তাতে সংগঠনটির নেতা আবুবকর শেকো বলেছেন, কারাবন্দী বোকো হারাম সদস্যদের ছেড়ে দিলেই এই ছাত্রীদের মুক্তি দেবে তারা।
এর আগে তারা অপহৃত ছাত্রীদের বিক্রি করে দেয়া হবে বলে জানিয়েছিল।
কিন্তু নাইজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাবা মোরো জানিয়েছেন, দুশ’র বেশি স্কুল ছাত্রীকে অপহরণের পর, এমন প্রস্তাব দেবার মত নৈতিক কোন অধিকার নেই বোকো হারামের।
বোকো হারাম নেতা আবুবকর শেকো।
অবশ্য, দেশটির একজন সিনেটর আলী এনদুম সরকারকে প্রয়োজনে নমনীয় হবার আহ্বান জানিয়েছেন।
এদিকে, প্রকাশিত ভিডিও দেখে অপহৃত স্কুল ছাত্রীদের পরিবারের সদস্যরা বিবিসিকে জানিয়েছেন, মেয়েরা বেঁচে আছে দেখে তারা আশান্বিত হয়েছিলেন, কিন্তু তাদেরকে ইসলামী পোশাক পরিহিত দেখে তারা মর্মাহত হয়েছেন।
অপহৃত ছাত্রীদের বেশীরভাগই ছিল খ্রিষ্টান।
কিন্তু ১৭ মিনিটের ভিডিওটিতে দেখা যাচ্ছে খোলা আকাশের নিচে শতাধিক মেয়ে বসে সমস্বরে কোরানের আয়াত পাঠ করছে।
তারা পুরো গা ঢাকা কালো পোশাকে এবং মাথায় হিজাব পরা।
এই মেয়েরা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছে বলে ভিডিও-চিত্রে উল্লেখ করা হয়েছে।
ওদিকে, যুক্তরাষ্ট্র জানাচ্ছে, তাদের ত্রিশ সদস্যের একটি দল এখন নাইজেরিয়াতে রয়েছে, যারা নিখোঁজ স্কুল ছাত্রীদের খুঁজে বের করতে সহায়তা দিতে প্রস্তুত।