1দৈনিক বার্তা — নতুন সরকারের নাম ঘোষণা হতে বাকি আর মাত্র দু’দিন। কিন্তু গতকালই জনমত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে  সরকার গড়তে চলছে এনডিএ জোট৷ ফলের পূর্বাভাসে শেয়ার বাজারে সূচকের উর্ধ্বগতি অব্যাহত৷ মঙ্গলবার বাজার খুলতে ২৪ হাজারের ম্যাজিক সংখ্যা ছাড়ায় সেনসেক্স। শেয়ার বাজারের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। বেলা ১২টায় ৫১৭.৯৪ পয়েন্ট বেড়ে সেনসেক্স এসে দাঁড়ায় সর্বকালের সেরা ২৪,০৬৮.৯৪ পয়েন্টে। অন্যদিকে ১৫১.৫০ পয়েন্ট বেড়ে নিফটি-র সূচক এসে দাঁড়ায় ৭,১৬৫.৭৫-এ। এদিন কোল ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, এনটিপিসি, ওএনজিসি, লারসেন অ্যান্ড ট্যুবরো, আইটিসি, মারুতি এবং ইনফোসিসের শেয়ারের দাম সব থেকে বেশি বাড়ে। সোমবার ছিল শেষ দফার নির্বাচন৷সে দিন ৫৫৭ পয়েন্ট বেড়ে ফের নজির গড়ে বম্বে শেয়ার সূচক সেনসেক্স৷৭০০০-এর মাত্রা টপকে নতুন রেকর্ড স্থাপন করল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটিও৷ জোড়া-সূচকের ঊর্ধ্বশ্বাস গতিতে দিনের একসময় ডলারের নিরিখে টাকার দর পৌঁছে যায় ৫৯.৫১-তে৷ নরেন্দ্র মোদীর উত্থানে আশার আলো দেখছেন লগ্নিকারীরা৷তাঁদের আশা তাঁর নেতৃত্বেই  অর্থনৈতিক সংস্কার হবে৷ তবে যদি কোনও কারণে জনমত সমীক্ষা ভুল প্রমাণিত হয়, তাহলে শেয়ার বাজারে ধস নামবে বলে মনে করছেন শেয়ার বিশেষজ্ঞরা৷তাই তাদের পরামর্শ, দাম বাড়ায় শেয়ার বেচে লাভের টাকা কিছুটা হলেও ঘরে তোলার৷