দৈনিক বার্তা –পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন চেয়ারম্যান জাকা আশরফের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠল ৷ বোর্ডের অন্তবর্তী অডিট রির্পোটে আশরফ তাঁর ২২ মাসের মেয়াদকালে বিলাসবহুল জীবনযাপন ও বিদেশ যাত্রায় কোটি কোটি টাকা খরচ করেছেন বলে জানা গিয়েছে ৷
অক্টোবর ২০১১ থেকে মে ২০১৩ এই সময়ে পিসিবি প্রেসিডেন্ট ছিলেন আশরফ ৷ এই সময় প্রচুর বিদেশ সফর করেছেন তিনি ৷ আশরফ বিদেশ সফরের সময়ে পরিবারের সদস্য, আত্মীয় এবং নিরাপত্তা কর্মীদের নিয়ে যেতেন বলেও অভিযোগ ৷ ২২ মাসের মেয়াদকালে তিনি ৪ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছেন ৷ তাঁর উত্তরসূরি ইজাজ বাট তিন বছরে যা খরচ করেছিলেন, তা ২২ মাসে খরচ করেন আশরফ ৷ এছাড়াও গত ভারত সফরে সাত লক্ষ ৫৯ হাজার ৪৭ টাকার টিকিট নিয়েও আশরফের বিরুদ্ধে নয়ছয়ের অভিযোগ উঠেছে ৷ শুধু তাই নয়, ইংল্যান্ডের মাটিতে ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ২৫ লক্ষ টাকার টিকিট নয়ছয় করেছেন বলে জানা গিয়েছে ৷