দৈনিক বার্তা — ইংল্যান্ড ম্যানেজার রয় হজসন ব্রাজিল বিশ্বকাপের দল ঘোষণা করে দিলেন ৷তাঁর দলে জায়গা হয়নি অ্যাশলে কোল ও মাইকেল ক্যারিকের ৷ কোল তো জায়গা না-পেয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে সরেই দাঁড়ান ৷কোলের জায়গায় লেফট ব্যাক পজিশনে জায়গা পেয়েছেন সাউদ্যাম্পটনের লিউক শ ৷ এবার তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়া হয়েছে ৷ হজসন অবশ্য অনেক আগেই দল তৈরি করে ফেলেছিলেন, তা ঘোষণা করেন অনেক পরে ৷
ঘোষিত ইংল্যান্ড দল–
গোলকিপার: ফ্রেজার ফরস্টার, বেন ফস্টার, জো হার্ট
ডিফেন্ডার : লেটন বেইন্স, গ্যারি কাহিল, ফিল জাগিএলকা, গ্লেন জনসন, ফিল জোন্স, লিউক শ, ক্রিস স্মলিং
মিডফিল্ডার : রস বার্কলে, স্টিভেন জেরার্ড, জর্ডন হেন্ডারসন, অ্যাডাম লালানা, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, জেমস মিলনার, অ্যালেক্স চেম্বারলেইন,রাহিম স্টারিলং, জ্যাক উইলশেয়ার
ফরোয়ার্ড : রিকি ল্যাম্বার্ট, ওয়েন রুনি, ড্যানিয়েল স্টারিজ, ড্যানি ওয়েলবেক
স্ট্যান্ড বাই : জন রুডি, জন ফ্ল্যানাগান, জন স্টোন্স, মাইকেল ক্যারিক, টম ক্লেভারলি, অ্যান্ডি ক্যারল, জেরমেইন ডিফো ৷