1দৈনিক বার্তা– ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা মটর ষ্ট্যান্ডে ৮টি যাত্রীবাহি বাস পুড়ানো মামলার আসামীদের গ্রেপ্তারসহ ৬ দফা দাবীতে লাগাতার পরিবহণ ধর্মঘট পালন করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার সকাল ৬টা থেকে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কসহ ২২টি রুটে লাগাতার ধর্মঘট চলছে। রোববার বিকালে জেলা পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক মো: আলমগীর মিয়া এ ধর্মঘটের ঘোষণা করেন। জেলার মেড্ডা মটর ষ্ট্যান্ডে ৮টি যাত্রীবাহি বাস পুড়ানো মামলার আসামীদের গ্রেপ্তারসহ ৬ দফা দাবীতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক মো: আলমগীর মিয়া জানান গত দুই মাসে মেড্ডা মটর ষ্ট্যান্ডে ৮ যাত্রীবাহি বাস পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। এসব ঘটনায় একাধিক জিডি করা হলেও কাউকে পুলিশ গ্রেপ্তার করেনি। তিনি বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুলিশের নাকের ডগা দিয়ে মহাসড়কে অবাধে সিএনজি চালিত অটোরিঙা নসিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল করছে। আর তাই ৬ দফা  দাবী বাস্তবায়নে সোমবার সকাল ৬টা থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দেয়া হয়েছে।