1দৈনিক বার্তা : এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১৭  মে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করা হবে এবং দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল প্রকাশের জন্য সময়  চেয়ে প্রস্তাব পাঠায়। আগামী ১৭ অথবা ১৮ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব করা হয় চিঠিতে।

এর আগে শিক্ষামন্ত্রী পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের ধারাবাহিকতায় আগামী ১৯ মে’র মধ্যেই ফল প্রকাশ  করা হবে বলে জানিয়েছিলেন।

রেওয়াজ অনুযায়ী পাবলিক পরীক্ষার ফল প্রতিবার শিক্ষামন্ত্রী বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

গত ৯ ফেব্র“য়ারি শুরু হয়ে এসএসসি পরীক্ষা  শেষ হয় ২২ মার্চ। এতে অংশ  নেয় ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী।