দৈনিক বার্তা :ইউক্রেন প্রশ্নে নতুন করে আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠানের কথা রাশিয়া সোমবার উড়িয়ে বলেছে, কিয়েভ ও বি”িছন্নতাবাদীদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই কেবলমাত্র এ সংকটের সমাধান হতে পারে।
কিয়েভ,মস্কো,ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়নের অংশ গ্রহণে আলোচনার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, নতুন করে চার পক্ষীয় আলোচনা অনুষ্ঠানের কোন যুক্তি নেই।এ ধরনের আলোচনার পুনরাবৃত্তি চাইনা। কেন না এ ধরনের আলোচনা ইতোমধ্যে হয়েছেতবে এক্ষেত্রে ইউক্রেনের কিয়েভ ও পূর্বাঞ্চলে বিরোধী পক্ষের মধ্যে সরাসরি আলোচনার পদক্ষেপ নেয়া যেতে পারে।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লাভিয়ানস্ক শহরে সোমবার বেশ কয়েকটি বিস্ফোরণ ও গোলার আওয়াজ পাওয়া গেছে। কিয়েভ সেখানে ঘাঁটি গেড়ে থাকা মস্কোপন্থী বিদ্রোহীদের বের করে দেয়ার চেষ্টা করছে।
বিদ্রোহীদের এক নারী মুখপাত্র জানান, অবরুদ্ধ শহরটির পার্শ্ববর্তী একটি গ্রামে উভয়পক্ষের মধ্যে লড়াই বেধে গেছে। শহটিতে অন্তত ১ লাখ ১০ হাজার মানুষের বাস।কিয়েভ একে ‘সন্ত্রাস বিরোধী’ অভিযান হিসেবে উল্লেখ করেছে।বিদ্রোহীরা প্রায় প্রতিদিনই শহরের টেলিভিশন টাওয়ারে হামলা চালাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকোভ তার ফেসবুক অ্যাকাউন্টে বলেন, ‘বিদ্রোহীরা স্লাবিয়ানস্কের একটি টিভি টাওয়াল লক্ষ্য করে আবারো এলোপাতাড়ি গুলি ছোড়ে।
তিনি আরো জানান, বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা টাওয়ার লক্ষ্য করে ১৪টি মর্টারের গোলা বর্ষণ করলে সেনাবাহিনী বিদ্রোহীদের লক্ষ্য করে গুলি চালায়।
মন্ত্রী জানান, এই ঘটনায় সেনাবাহিনীর কেউ হতাহত হয়নি।