1দৈনিক বার্তা- ভারতের লোকসভা নির্বাচনের নবম ও শেষ পর্বের ভোট গ্রহণ চলছে। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৫টা পর্যন্ত ৪১টি কেন্দ্রের মোট ৬০৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৯ কোটিরও বেশি ভোটার৷ তবে আজ সবার নজর উত্তর প্রদেশের বারানসির দিকে। সেখানে ভোটের যুদ্ধে মুখোমুখি হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি, আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেসের অজয় রায়। পাশাপাশি কঠিন পরীক্ষার মুখোমুখি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির (এসপি) নেতা মুলায়ম সিং যাদব।
হিন্দুদের কাছে পূণ্যভূমিখ্যাত বারানসি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী প্রার্থী হেভিওয়েট নেতা নরেন্দ্র মোদি৷ অন্যদিকে, মোদির রথের চাকা রুখতে ওই কেন্দ্রে লড়াই করছেন ভারতীয় রাজনীতিতে চমক সৃষ্টি করা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল৷ কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি এমনকি বারানসি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসও প্রার্থী দিয়েছে৷ ফলে শেষ দফার ভোটে বারানসিই তাই রাজনীতিবিদদের আলোচনার মূল বিষয়বস্তু।
পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় ৪২টি লোকসভা আসনের মধ্যে ইতিমধ্যে শেষ হয়েছে ২৫ আসনের ভোট নেয়া। আজ শেষ পর্বে ভোট হচ্ছে বাকি ১৭টি আসনে। এই ১৭ আসনের মধ্যে ১৪টি গতবার পেয়েছিল তৃণমূল। এদিন ভোটগ্রহণ হবে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর,দমদম, বারাসত, বনগাঁ, ব্যারাকপুর, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, তমলুক, কাঁথি এবং ঘাটাল।
এদিকে আজমগড় কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন সমাজবাদি পার্টির নেতা প্রধান মুলায়ম সিং৷ সোমবার ভোট হতে চলা গোবলয়ের ওই কেন্দ্রটিও যথেষ্টই হাইপ্রোফাইল৷ অন্যদিকে, বিহারে ৬টি কেন্দ্রের জন্য প্রার্থীর সংখ্যা ৯০৷ এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পশ্চিম চম্পারন৷
গত ৭ এপ্রিল বিশ্বের বৃহত গণতান্ত্রিক দেশ ভারতে প্রথম পর্বের ভোট গ্রহণ শুরু হয়। এর পর মার্চ মাসের ৯, ১০, ১২, ১৭, ২৪, ৩০ এবং মে মাসের ৭ পর্যন্ত ৮টি পর্বে ভোট গ্রহণ করা হয়। মোট ৩৫ দিনে আজ শেষ পর্বের ভোট গ্রহণ চলছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও সিকিমে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।