1নাজিম হাসান/দৈনিক বার্তা : বাগমারায় এক অপহরণ মামলার বাদি ও তার পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকীর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়রী করা হলে আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে সত্যতা পেয়েছে।
জানা যায়, উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে একই গ্রামের আফসার আলীর ছেলে রুস্তম আলী গত বছরের ১৩ সেপ্টেম্বর অপহরণ করে। এ ব্যাপারে থানায় মামলা হলে ওই বছরের ২৩ সেপ্টেম্বর ঢাকা থেকে উদ্ধার করে পুলিশ । পরে পুলিশ আসামী রুস্তম আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামী রুস্তম আলী জামিনে এসে বাদি ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকী প্রদান অব্যাহত রেখেছে। মামলা প্রত্যাহার করা না হলে তার মেয়েকে আবারো অপহরণ করা হবে বলে হুমকী দেয়। এর প্রেক্ষিতে মামলার বাদি রহিদুল ইসলাম গত ১ এপ্রিল থানায় রুস্তম আলী, তার পিতা আফসার আলী ও ময়েজ উদ্দিনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। বিষয়টি আদালতকে জানানো হলে গত ৪ এপ্রিল তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। জিডির তদন্তকারী কর্মকর্তা থানার এসআই হুমায়ুন কবির জানান, তদন্ত করে হুমকীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এদিকে মামলার বাদি অভিযোগ করেন, আসামী অপহৃতার সঙ্গে তার ফুফাত ভাইয়ের বিয়ের মিথ্যা কাবিননামা দাখিল করে জামিন নিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, অপহরণের ২১ দিন আগে অপহৃতার ফুফাত ভাইয়ের সঙ্গে বিয়ে দেখানো হয়েছে। তবে এর কোন সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে রুস্তম আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।