ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল। কোনো কোনো স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি উঠেছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্কুল, কলেজ ও অফিসগামী লোকজন। রোববার ভোর থেকে ভারী বর্ষণ শুরু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস সাময়িক সময়ের জন্য বিঘ্ন সৃস্টি হচ্ছে। তবে সকাল থেকে কিছু কিছু স্থানের পণ্য খালাস সীমিত আকারে শুরু হয়েছে।
বৃষ্টিতে নগরের ষোলশহর, মুরাদপুর, ২ নম্বর গেট, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, হালিশহর, চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, পাঁচলাইশ, চাক্তাই, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।
ভারী বর্ষণের কারণে দুর্ভোগে পড়েছেন স্কুল, কলেজ ও অফিসগামী লোকজন। তবে বেশি দুর্ভোগে পড়তে হয় এইচএসসি পরীক্ষার্থীদের। বৃষ্টির কারণে সড়কে পানি উঠে যাওয়ায় অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।
পতেঙ্গা আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।