1দৈনিক বার্তা : রাজবাড়ীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে উভয় বাসের আরো ৩০জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুরের মজলিসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন নারী ও এক শিশু রয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজবাড়ীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রেখেছে।
নিহত তিন জন বাস স্টাফের পরিচয় জানা গেছে। তারা হচ্ছেন- গ্লোবাল পরিবহনের সুপাভাইজার বাবু ফকির (৩৮), হেলপার জুয়েল (৩৫) ও কাউন্টার মাস্টার পরেশ। বাবু ফকিরের বাড়ি ফরিদপুরের মুন্সিবাজার। জুয়েল ও পরেশের বাড়ি বরিশালে বলে জানান বাসের একজন স্টাফ। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুরে খুলনা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ১০ জন নিহত ও আরো অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাজিমুদ্দিন জানান, ঈগল পরিবহন ও গ্লোবাল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহত হয়েছেন আরো ৩০ জন।