1দৈনিক বার্তা : শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে মাগুরা অভিমুখী একটি মাইক্রোবাস ফরিদুপুরের কোমরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গায়ে আছড়ে পড়ে। এতে দুই আরোহীর মৃত্যু হয়।
কোতোয়ালী থানার ওসি সৈয়দ মহসীনুল হক জানান, ঢাকার তেজগাঁওয়ের এনড ফোর্স বাংলাদেশ লিমিটেডের কয়েকজন কর্মকর্তা মাইক্রোবাসে করে অফিসের কাজে মাগুরা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
দুর্ঘটনায় খন্দকার গোলাম মোস্তফা (৪৮) ও মাহবুব আলম (৪০) নামের দুই কর্মকর্তা নিহত হন। গোলাম মোস্তফার বাড়ি শেরপুর এবং মাহবুব আলমের বাড়ি নেত্রকোনা। এছাড়া গুরুতর আহত অবস্থায় নারায়ণ চন্দ্র ও আলী আবেদীন নামের দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।