2দৈনিক বার্তা :কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীকে আবেদন করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বৃহস্পতিবার  বেলা ১১টায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনব্যাপী জাতীয়ভাবে পালিত রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্বোধন করতে গিয়ে তথ্যমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন,শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের দাবি।কুষ্টিয়ার মানুষ হিসেবে দাবিটি বাস্তবায়নে সব রকম চেষ্টা করা হবে।

মন্ত্রী কুষ্টিয়ার মানুষ হিসেবে দাবিটি আবারো উত্থাপন করে বলেন, এ ব্যাপারে তিনি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে ও প্রধানমন্ত্রীর কাছে শিলাইদতেই রবীন্দ্রনাথের নামে একটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আর্জি জানাবেন।

নারায়ণগঞ্জের ৭ খুনের ব্যাপারে মন্ত্রী বলেন, সাত খুনের সঙ্গে সন্দেহভাজন জড়িত সবাইকে ইতিমধ্যেই প্রশাসন নিজের আয়ত্বে নিয়েছে।তিনি বলেন,  শেখ হাসিনা সরকার আর খালেদা জিয়া সরকার এক নয়। খালেদা জিয়া প্রশাসন দিয়ে কিবরিয়া হত্যা,শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, আহসান উল্লাহ মাস্টারসহ বিভিন্ন হত্যা করিয়েছেন। উনি রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে অপরাধ সংগঠিত করেছেন ও খুনিদেরকে মন্ত্রী পরিষদের ছাতার তলে রেখেছিলেন।

আর  শেখ হাসিনা অপরাধ সংগঠিত হলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, সে  লে.কর্নেলই  হোক আর সিপাহিই হোক, অথবা কোনো নেতা বা এমপিই হোক, অপরাধ করলেই তাকে কারাগারে যেতে হবে।সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগীতায় কুষ্টিয়া  জেলা প্রশাসনের আয়োজনে প্রতিবারের মতো এবারও বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে তিনদিন ব্যাপী আলোচনা সভা, গ্রামীণ  মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এতে বিশ্বকবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এপার-ওপার বাংলার বিশিষ্ট গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী।জেলা প্রশাসক সৈয়দ বেলাল  হোসেনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া  পৌর সভার মেয়র আনোয়ার আলী,বিশিষ্ট গবেষক লালিম হক প্রমুখ।

তবে এখানে আসা রবীন্দ্র প্রেমীরা কুঠিবাড়িকে পূর্ণাঙ্গ পর্যটন  কেন্দ্র আর বঙ্গবন্ধু ও পরে তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়ায় এবং রংহীন জরাজীর্ণ কুঠিবাড়িটি সংস্কার না করায় ক্ষুব্ধ হয়েছেন।