মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা :বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির ৯ম দ্বি-বার্ষিক সমে¥লন বৃহস্পতিবার গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটতে (বারি) অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে সকালে অনুষ্ঠিত সমে¥লনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এতে স¦াগত বক্তব্য রাখেন ওই সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বারি’র কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ নুরুল আলম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলাম, বিশ্ব খাদ্য সংস্থার (এফএও রিপ্রেজেনটেটিভ ) বাংলাদেশ প্রতিনিধি মি. মাইক রবসন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুল হামিদ মিয়া, প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অবদান রাখার জন্য সমিতির পক্ষ থেকে কীটতত্ববিদ ড. মো. মোহসিন আলীকে স্বর্ণপদক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. াাবুল মঞ্জুর খানকে বেষ্ট পিএইচডি থিসিস এওয়ার্ড দেয়া হয়।
সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে গত পাঁচ বৎসরে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তিনি আরো বলেন, কৃষি প্রধান বাংলাদেশের কৃষকের ফসল পোকার হাত থেকে রক্ষা করার জন্য প্রচলিত বিষাক্ত কীটনাশক ব্যবহারের চেয়ে জৈব ভিত্তিক বালাই ব্যব¯হাপনা প্রযুক্তি উত্তম। এতে পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা এবং অর্থ সাশ্রয় হয়।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারী, বেসরকারী ও এনজিওতে কর্মরত সমিতির প্রায় ৪শ’ জন বিশেষজ্ঞ বিজ্ঞানী উপ¯িহত ছিলেন।