1দৈনিক বার্তা : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, বর্তমান সরকার রংপুরের বিষয়ে খুবই আন্তরিক। এ বিভাগের উন্নয়নের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন এবং তার কার্যালয় থেকেই মনিটরিং করছেন। রংপুর বিভাগের মানুষের জন দাবি এখন গ্যাস সংযোগ। বর্তমান সরকারের আমলেই রংপুরে গ্যাস সংযোগ দেয়া হবে। ডিজিটাল বাংলাদেশ ও মধ্য আয়ের দেশ গড়তে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছে। যেসব পরিকল্পনা দেশে বাস্তবায়নের জন্য নেয়া হয়েছে এসব পুরোদমে চালু হলে আগামী ২০১৯ সালের পরে রংপুরে বেকার সমস্যা থাকবে না। বৃহস্পতিবার  দুপুরে নগরীর পীরজাবাদ এলাকায় প্রাইম মেডিকেল কলেজের শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাঙ্গা এসব কথা বলেন।

প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রী পতœী সমাজসেবক রাকিবা নাসরিন, রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুর রউফ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. নুরুজ্জামান হক, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. আক্কাস আলী সরকার, প্রাইম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ইুরুল ইসলাম, পরিচালক কর্ণেল (অবঃ) শাহ আবিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল ওয়াহাব প্রমুখ।

রাঙ্গা আরও বলেন, এসরকারের আমলে বৃহত্তর রংপুরের উন্নয়ন হবে। পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের বিষয়ে সরকার খুবই আন্তরিক। বিএনপির আন্দোলনে সরকার বেকায়দায় থাকলেও জনগণ এসবের মধ্যে সম্পৃক্ত ছিল না। জনবিচ্ছিন্ন আন্দোলন স্থায়ী হয় না। প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল কুব অল্প সময়ে রংপুরসহ উত্তরবঙ্গে সুনাম কুড়িয়েছে। অল্প ও বিনামুল্যে রোগীরা এখানে স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। তিনি নবীন চিকিৎসকদের আধুনিক চিকিৎসা সেবা শিখে জনগণের মধ্যে নিশ্চিত করার আহ্বান জানান।

রংপুর বিভাগের ভুরুঙ্গামারী স্থল বন্দর চালু করতে তিনি সকল সহযোগীতার আশ্বাস প্রদান করেন। প্রতিমন্ত্রী পরে প্রাইম মেডিকেল কলেজ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে প্রতিমন্ত্রী রাঙ্গা রংপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, ভাষা সৈনিক মীর আনিছুল হক পেয়ারা, জাপা নেতা আঃ লতিব মন্ডল, ডা. মোজাফফর হোসেন উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী রংপুর চেম্বারের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক ফরিদ আহম্মেদ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম, রংপুর চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু উপস্থিত ছিলেন।