1মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা : গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার গাড়ি চাপায় এক শ্রমিক নিহত হওয়ার গুজবে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। এসময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে। শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে অন্তত: ৮ পথচারী ও যাত্রী আহত হয়েছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ আজহারুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় পূর্বানী গ্রুপের জিহান টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা দুপুরের বিরতির সময় খাবার খেতে যাচ্ছিল। মহাসড়কের পাশ দিয়ে শ্রমিকরা হেটে বাড়ি যাওয়ার সময় যাত্রীবাহি লেগুনার ধাক্কায় এক শ্রমিক আহত হয়। আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য কোনাবাড়ির একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এঘটনার পর আহত ওই শ্রমিক মারা গেছে এমন  গুজব ছড়িয়ে পড়লে ওই কারখানার শতাধিক শ্রমিক বিক্ষুদ্ধ হয়ে পার্শ্ববর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে এসময় তাদের সঙ্গে আশপাশের আরো কয়েকটি কারখানার শ্রমিকরাও এসে যোগ দেয়। উত্তেজিত শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে মহাসড়কে থাকা ২০-২২টি যানবাহন ভাংচুর করে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে অন্তত: ৮ জন পথচারী ও যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।