Faridpur Lalan Sangit Picদৈনিক বার্তা : ফরিদপুর জেলা সদরের প্রাণকেন্দ্র রথ খোলা এলাকায় লালন গীতি আর ভাব গানের আসরে মঙ্গলবার রাতভর গান শুনে মুগ্ধ হলেন মানুষ। খাজা বাবা মঈনুদ্দিন চিশতী (রাঃ) এর পবিত্র ঔরশ মোবারক উপলক্ষে খাজা মঈনুদ্দিন চিশতী এর খানকা শরীফ ও বজলুর রহমান চিশতী এর মাজার শরীফে এ আয়োজন করা হয়। বিভিন্ন স্থান থেকে আশা শিল্পীরা লালন গীতি ও ভাব গান পরিবেশন করেন। এদিকে গরিবে নেওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতী (রাঃ) এর ৮০৩ তম ফাতেহা শরীফ উপলক্ষে ঝিলটুলির আলী আলাল পাক-দরবারে জিকির-আসকর ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।