1দৈনিক বার্তা : টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জেলার কালিহাতি উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত ও আরো ১ চালক আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে কালিহাতী উপজেলার সরলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ জানায়, ভোর ৬টার দিকে সুতাভর্তি একটি ট্রাক সরলা এলাকার ১৬ নম্বর ব্রিজের কাছে বিকল হয়ে পড়ে। এ সময় উত্তর বঙ্গগামী রডবোঝাই আরেকটি ট্রাক বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে দুটি ট্রাকই দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। এদের মধ্যে দুজন ট্রাকের হেলপার ও একজন চালক রয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।
এ দুর্ঘটনায় আরেক চালক গুরুতর আহত হন। আহত চালককে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।