2দৈনিক বার্তা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের চলাচলের অন্যতম মাধ্যম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের চালককে (লোকো মাস্টার) অপহরণ করা হয়েছে। এতে  এ রুটে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। তবে কারা এ কাজটি করেছে তা বলতে পারছে না রেল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের একটি গ্রুপ চালককে অপহরণ করেছে।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর ষোল শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী সকাল সাড়ে সাতটার শাটল ট্রেন ছাড়ার আগ মুহূর্তে ১০/১৫ জন যুবক এসে ট্রেন চালক মো. ইউসুফকে তুলে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা চালককে ষোলশহর ফরেস্ট এলাকার দিকে নিয়ে যায় বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। এ দিকে ঘটনার পর থেকে সকালে আর কোন ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে না ছাড়ায় চরম দুর্ভোগে পড়েছে বিশ্ববিদ্যালয়গামী প্রায় ৩হাজার শিক্ষার্থী। শাটল ট্রেন ক্যাম্পাসে না পৌঁছায় ক্লাস ও চূড়ান্ত পরীক্ষা শুরু করতে পারছে না কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫টি বিভাগের চূড়ান্ত পরীক্ষা আজ (বুধবার) বেলা দশটা থেকে শুরু হওয়ার কথা। তবে এই পরীক্ষাগুলো আজ নেওয়া হবে কি না এ বিষয়ে কিছু জানা যায়নি।
ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে এ বিষয়ে কিছু জানা সম্ভব না হলেও সবাই ধারণা করছে চবি ছাত্রলীগের অবাঞ্ছিত সহ-সভাপতি অমিত কুমার বসু ও তার অনুসারীরা এ কাজ করতে পারে। কারণ, গত সপ্তায় সংবাদ সম্মেলন করে এমনি একটা হুঁশিয়ারি জানিয়েছিল তারা।
ষোলশহর স্টেশন মাস্টার সাহাবউদ্দিন জানান, চালক ইউসুফকে অপহরণ করায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ইউসুফ উদ্ধার না হওয়া পর্যন্ত ট্রেন ছাড়া হবে না।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ জানান, বিষয়টি আমরা শুনেছি। পুলিশ প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা করছেন।