1মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা : স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী সোহেল জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তাকে মুক্তি দেয়া হয়।
কারাগারের জেলার মজিবুর রহমান জানান, হাবিবুন নবী সোহেলের বিরুদ্ধে ভাংচুরসহ বিভিন্ন ঘটনায় ঢাকার মতিঝিল, পল্টন ও শাহাবাগ থানায় ২০ টি মামলা দায়ের হয়। ওই সব মামলার জামিনের কাগজপত্র পর্যায়ক্রমে কারাগারে পৌছায়। পরে যাচাই বাছাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে কারগার থেকে মুক্তি দেয়া হয়। মুক্তি লাভের পর কারা ফটকের সামনে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।