3দৈনিক বার্তা : হ্যাটট্রিক সিরি আ শিরোপা জয়ে ভক্তদের উল্লাসে মাতার সুযোগ করে দিল জুভেন্টাস। সোমবার তুরিনে আটলান্টাকে তারা হারাল ১-০  গোলে। আগের দিন কাতানিয়ার কাছে ৪-১  গোলে রোমার হারেই জুভদের ৩০তম লিগ টাইটেল নিশ্চিত হয়ে গিয়েছিল। চ্যাম্পিয়ন  খেতাব নিয়ে প্রথম ম্যাচে দারুণ এই জয়  পেল অ্যান্তনিও কোন্তের শিষ্যরা।

জুভেন্টাস  স্টেডিয়ামে পারফরমেন্স দিয়ে খুব  বেশি চমক দেখাতে পারেনি কোনো দল। তবে সিমোনে পাদোইন সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলে উত্তেজনায়  ফেটে পড়ে ভক্তরা। আর প্রথম সিরি আ ক্লাব হিসেবে ১০০ পয়েন্টে বাঁধা  পেরুনোর সুযোগও পেল তারা।

ঘরের মাঠে ১৮ ম্যাচের সবকটি জেতা জুভদের অর্জন ৯৬ পয়েন্ট। রোববার তারা রোমার মুখোমুখি হবে, এরপর ক্যাগলিয়ারিকে ঘরের মাঠে স্বাগত জানিয়ে এবারের মিশন শেষ করবে দলটি।মৌসুম শেষে এবার জুভেন্টাস ভক্তদের একমাত্র হতাশা কোন্তে বিদায়ের সম্ভাবনা।

ম্যাচে কোনো দলই খুব বেশি সুযোগ পায়নি। ৭২ মিনিটে পল পগবার পাস থেকে কার্লোস তেভেজের ফ্লিকে বক্সের মাঝে দাঁড়িয়ে থাকা পাদোইন নিচু শটে প্রতিপক্ষের জালে বল পাঠান।

শেষ মুহূর্তে তেভেজ মৌসুমের ২০তম গোলের সুযোগ পেলেও ব্যর্থ হন। ফ্যাবিও কুয়াগলিয়ারেয়ার নিঃস্বার্থ পাস  থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার খালি জালে বল  পেয়েও বারের পাশ দিয়ে পাঠান।