2মোস্তাফিজুর রহমান টিটু/  দৈনিক বার্তা : ঢাকা মহানগর পুলিশের পর এবার গাজীপুরেও জেলা পুলিশ অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড গঠন করেছে। দুই জন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট ওই স্কোয়াড মঙ্গলবার গঠন করা হয়েছে।
গাজীপুর পুলিশ সুপার মো. আব্দুল বাতেন জানান, মঙ্গলবার গাজীপুর জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়কে প্রধান করে অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান, ২ জন সহকারি পুলিশ সুপার, ১ জন গোয়েন্দা পরিদর্শক, ৫ জন উপ-পরিদর্শক ও ১ জন সহকারি উপ-পরিদর্শক।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়-০১৭১৩৩৭৩৩৫৭ ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খানের ০১৭৬৯০৫৮১৭৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডের ওই কমিটি ইতোমধ্যে জয়দেবপুর ও টঙ্গী থানা এলাকায় কাজ শুরু করেছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, স্কোয়াডের ১১ সদস্যের মোবাইল নম্বর গাজীপুরের সব জায়গায় প্রচার করা হবে। গাজীপুরে অপহরনের কোন ঘটনা ঘটলে তা ওই নম্বরে জানালে তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে।