দৈনিক বার্তা : নারায়ণগঞ্জে আইনজীবী এডভোকেট চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭জন হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে আয়োজিত জনসভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী নির্বোধ স্বরাষ্ট্র মন্ত্রীকে আজকেই বহিস্কার করার জন্য শেখ হাসিনার কাছে অনুরোধ করেন। তিনি বলেন অপরাধ যদি বিচারক করেন তাহলে অপরাধির কখনো ফাসি হয়না। তিনি বলেন, নারায়নগঞ্জে সাত হত্যার ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি এক অপরের উপর দোষ চাপাতে ব্যস্ত রয়েছেন। রোববার বিকেলে শহরের ২নং রেল গেইট এলাকায় নারায়নগঞ্জ জেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম দেলোয়ার ।বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম ইকবাল সিদ্দিকী।
সিটি প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭জনকে অপহরণের পর হত্যার প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছেন নারায়ণগঞ্জবাসী।এ হরতালে বিএনপি,সিপিবি, বাসদ,ন্যাপ, গণসংহতি আন্দোলন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চসহ নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমর্থন দিয়েছে।
হরতালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন ও বাস চলাচল করেনি। শহরে রিকশা চলাচলও তেমন চোখে পড়েনি। দোকানপাটও ছিল বন্ধ।হরতালে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের করেন জেলা আইনজীবী সমিতির নেতাকর্মীরা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সকাল সাড়ে ৮টার দিকে সেখানে একটি গাড়িতে ভাংচুর চালান পিকেটাররা।
এরপর ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের চাঁদমারী এলাকায় বেশ কয়েকটি পয়েন্টে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেন আইনজীবীরা। সড়কে বাস ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন তারা।এ সময় অনেককে লাঠিসোটা নিয়ে শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা যায়।যান চলাচল বন্ধ থাকায় হেঁটে চলাচল করতে দেখা নগরবাসীকে। তবে তাতে ক্ষোভ প্রকাশ করেননি তারা।
পোশাক কারখানার কর্মকর্তা আব্দুর রহিম বলেন, গুম, খুনের কারণে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তাতে হরতালে মানুষের কষ্ট হলেও মানুষ এই হরতালকে সমর্থন করছে। এই কারণে যানবাহন চলাচল বন্ধ থাকলেও আমাদের কোনো কষ্ট হচ্ছে না।আমরা চাই দেশ থেকে সকল প্রকার গুম, খুন বন্ধ হোক এবং হত্যায় জড়িতরা গ্রেপ্তার হোক।নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, সকাল ৭টার দিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসা একটি ট্রেন পিকেটাররা ফতুল্লায় আটকে দেয়ার পর ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে। আমাদের হরতালে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ হরতাল পালন করেছে।
শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে সিপিবি-বাসদ, গণসংহতি আন্দোলন ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ বিক্ষোভ করে।এদিকে একই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে নগর ভবনের সামনে সমাবেশ করেন তারা।