মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা : গাজীপুরের শ্রীপুরে বেতন কমানোর প্রতিবাদে এক পোশাক কারখানার শ্রমিকরা লাগাতার বিক্ষোভ ও কর্মবিরতি করছে।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় নোমান শিল্প গ্রুপের সাদ সান (ঝধধফ ংধধহ) টেক্সটাইল মিলস্ লিমিটেডের কারখানা কর্তৃপক্ষ প্রতিদিন ১২ ঘন্টা কাজ করিয়ে আগে প্রতি শ্রমিককে ১০ হাজার টাকা করে মাসিক বেতন প্রদান করতো। কিস্তু গত এক মাস আগে থেকে কাজের সময় ৮ ঘণ্টায় নামিয়ে এনে বেতন পাঁচ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেয়। এতে শ্রমিকদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুদ্ধ শ্রমিকরা শনিবার রাত থেকে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে। রবিবার সন্ধ্যায় এ রিপোর্ট পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করছিল। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সুরাহা হয় নি।
এব্যপারে নোমান শিল্প গ্রুপের মানব সম্পদ ও প্রশাসনিক মহা ব্যবস্থাপক নাসিম উদ্দিন সরকার জানান, আগে ১২ ঘণ্টা কাজ করিয়ে একজন শ্রমিককে ১০ হাজার টাকা দিলেও বর্তমানে ৮ ঘণ্টার বেশি কাজ কারানোর সুযোগ নেই। তাই ৮ ঘণ্টায় তাদের বেতন সাড়ে ৬ হাজার টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু শ্রমিকরা আগের নিয়মে বেতন পরিশোধের দাবী করছে, যা অযৌক্তিক।