দৈনিক বার্তা : যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে কিশোর ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এর প্রতিবাদে উন্নয়ন কেন্দ্রে থাকা কিশোররা কয়েকটি কক্ষ ভাংচুর করে। কিশোর উন্নয়ন কেন্দ্রে আসা এক অভিভাবককে মারপিটের প্রতিবাদ নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
কিশোর উন্নয়ন কেন্দ্রের কিশোররা অভিযোগ করে, রোববার সকালে একজন অভিভাবক তার সন্তানের সঙ্গে দেখা করতে আসে। কিন্তু গার্ডরা তাদের দেখা করতে না দিয়ে মারপিট করে। বিষয়টি জানতে পেরে কিশোরদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তারা গার্ডদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং কয়েকটি কক্ষের গ্লাস ভাংচুর করে। এ সময় উন্নয়ন কেন্দ্রের গার্ডরা কিশোরদের মারপিট শুরু করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ২ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের খবর পেয়ে যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা বিক্ষুব্ধ কিশোরদের সঙ্গে কথা বলেন। কিশোররা তাদের কাছে অভিযোগ করে, বিভিন্ন সময় তাদের ওপর কারণে অকারণে নির্যাতন চালানো হয়, নি¤œমানের খাবার পরিবেশন করা হয়, কেন্দ্রে তাদের প্রশিক্ষণ, খেলাধুলা কিম্বা ওষুধের কোনো ব্যবস্থা নেই। উপরন্তু অভিভাবকদের দেখা করতে, আদালতের কাগজপত্রে সাক্ষর করতে ঘুষ দিতে হয়। তবে কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক সাহাবুদ্দিন আহমেদ জানান, সকালে অভিভাবক হিসাবে যিনি দেখা করতে আসেন, গার্ডরা তাকে ভুয়া হিসাবে সন্দেহ করায় দেখা করতে দেননি। এরপর কিশোররা গার্ডদের উপর হামলা করে।