দৈনিক বার্তা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোববার ক্লাশ শুরু হযেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল হকের সভাপত্বিতে সিন্ডিকেটের এক সভায় রোববার ক্লাশ শুরু হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অনুষদের ছাত্র সাদ ইবনে মমতাজ নিহত হওয়ার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ধর্মঘট শুরু করে ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিন্ডিকেটের সভায় দাবিসমূহ পুরনের পর শিক্ষার্থীরা আজ ক্লাশে উপস্থিত হন।সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশসহ শিক্ষার্থীদের দাবিসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বাকৃবি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে অস্থায়ীভাবে ধর্মঘট, মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
সূত্র জানায়, ফিসারিজ অনুষদের শেষ বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ আশরাফুল হক হল শাখার সাংগঠনিক সম্পাদক সাদ গত ১ এপ্রিল প্রতিপক্ষের হামলায় নিহত হয়।এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিজন ছাত্রকে স্থায়ী ও তিন জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেন।এছাড়া শিক্ষার্থীদের দাবির পেক্ষিতে কর্তৃপক্ষ ইতোমধ্যে নতুন প্রক্টরও মনোনয়ন দিয়েছেন।