দৈনিক বার্তা : ফেসবুক জানিয়েছে তাদের পোর্টালে প্রায় ১০ কোটির থেকেও বেশি নকল অ্যাকাউন্ট রয়েছে এবং ভারতের মতো উন্নত দেশেগুলিতেই বেশি পরিমাণে আছে৷ কোম্পানির অনুমান অনুযায়ী তাদের পোর্টালে ৫০ লক্ষ থেকে ১.৫ কোটি অবাঞ্ছিত অ্যাকউন্টও রয়েছে৷
ফেসবুকের নিয়ামক এসইসিকে এই সূচনা দিয়েছেন৷ এর অনুযায়ী ফেসবুকে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা শর্ত লঙ্ঘন করে একের বেশি অ্যাকাউন্ট তৈরি করেছেন৷ ফেসবুকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ভারত, তুর্কীর মতো দেশে এই নকল অ্যাকাউন্টের সংখ্যা বেশি৷ রিপোর্ট অনুযায়ী ভারতে ২০১৪ ৩১ মার্চ পর্যন্ত ১.২৮ কোটি নকল অ্যাকাউন্ট আছে যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি৷