1দৈনিক বার্তা : জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়,৪মে,ফোকাস বাংলা নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের অবসরের বয়স ৬৫ থেকে ৬৭ বছর করা হয়েছে। এছাড়া জাবি’র স্কুল, কলেজ এবং কর্মচারী ও স্টাফদের অবসরের বয়স ৬০ থেকে ৬২তে বৃদ্ধি করা হয়েছে।গত শনিবার জাবি’র রেজিস্টার্ড বিল্ডিং-এ সিনেটের বিশেষ কনভেনশনে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।জাবি’র উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সিনেট কনভেনশনে সভাপতিত্ব করেন।অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

তিনি বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য, গত ২২ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় শিক্ষকদের অবসরের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে (প্রথম বর্ষ) সাংস্কৃতিক কোটায় ভর্তির জন্য আবেদনকারী ছাত্র-ছাত্রীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১২ মে থেকে ১৪ মে অনুষ্ঠিত হবে। যারা কমপক্ষে একটি বিভাগে পাশ নম্বর পেয়েছে, ব্যবহারিক পরীক্ষার জন্য তাদের নির্বাচিত করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত ও সাংস্কৃতিক কোটার সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া নির্বাচিতদের তালিকা এবং ব্যবহারিক পরীক্ষার তারিখ ও স্থান বিশ্ববিদ্যালয়ের িি.িলঁহরা.বফঁ ওয়েব সাইটে পাওয়া যাবে।