দৈনিক বার্তা : সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক আর শিশুদের সময় নষ্ট করবে না৷ চ্যাট, পোস্ট আপডেট আর লাইক করে সময় বরবাদ হবে না ইউজারদের৷ বরং ফেসবুক এবার শিক্ষকের ভুমিকা নিতে চলেছে৷
একটি গবেষণা অনুাযায়ী, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ফেসবুককে একটি সমাজশাস্ত্র ক্লাস গ্রুপ হিসেবে ব্যবহার করে নিজের অ্যাসাইনমেন্ট খুব ভাল ভাবে শেষ করেছে এবং নিজে বেশ মজবুত ধারনা পোশণ করেছে৷ গবেষকেরা বলছেন, উচ্চ শিক্ষার জন্য একটা বড় ঘরে পড়াশোনা করা খুবই কঠিন তাই বেলর বিশ্ববিদ্যালয় ফেসবুকে এমন অধ্যয়ন শুরু করেছে৷
বেলর বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সে সমাজশাস্ত্র সহায়ক অধ্যাপক কেবিন ডোগার্টি জানিয়েছে, যদিও কিছু শিক্ষক চিন্তিত হতে পারেন যে সোশ্যাল মিডিয়া পড়াশোনা থেকে ছাত্রদের সড়িয়ে আনে কিন্তু আমরা দেখেছি ফেসবুক গ্রুপ বিদ্যার্থীদের বেনাম দর্শক থেকে পারদর্শী হয়ে উঠতে সাহায্য করছে এবং ছাত্রদের পারফর্মেন্সের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে৷
গবেষকেরা সমাজশাস্ত্রের একটি ক্লাসে ২১৮ জন ছাত্রকে বিভিন্ন প্রশ্ন করেন৷ এতে দেখা যায় যে ছাত্ররা ফেসবুক গ্রুপে সামিল রয়েছেন তারা অন্যদের তুলনায় অনেক বেশি প্রশ্নের জবাব দিয়েছে৷
শিক্ষক এক ছাত্র উভয়েই বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে চর্চা করেন৷ শিক্ষকেরা ফেসবুক গ্রুপে বিভিন্ন বিষয় সম্বন্ধিত প্রশ্ন, পাঠ্য সামগ্রীর অনলাইন লিঙ্ক, ছবি ও ভিডিও শেয়ার করেন৷ ছাত্ররাও পাঠ্যক্রমের বিষয় সম্বন্ধে নিজেদের ভিডিও শেয়ার করে৷ শিক্ষকদের প্রশ্নে তারাো সামিল হয় এবং এই সমস্যার সমাধান ডানতে চায়৷ ডোর্গেটি জানিয়েছেন, আমরা বার বার দেখেছি যে ছাত্ররা ফেসবুক গ্রুপে একে অপরের সাহায্য করে৷ ‘‘চ্যাটিং সোশিওলডি’’ নামক স্টাডিতে প্রকাশিত এই গবেষণা সম্পর্কে ডোগার্টি জানিয়েছেন, এই সাহায্যে ছাত্ররা একে অপরের সঙ্গে ও কোন বিষয়ের সঙ্গে যেকোন সময়ে যেকোন স্থানে জুড়তে পারে৷ এটি তাদের অধীক সক্রিয় শিক্ষার্থী বানায়৷