2দৈনিক বার্তা : বাইশ গজে কেভিন পিটারসেনের গুণমুগ্ধ ভক্তের সংখ্যা নেহাত কম নয় ৷ তাঁর ‘সুইচ হিট’ নজর কেড়েছে ক্রিকেটবিশ্বের ৷ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক আবার ফুটবলের বড় ফ্যান ৷ প্রিয় ক্লাব চেলসি ৷ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, অ্যাশলে কোল, জন টেরির ভাল বন্ধু কেপি ৷
রবিবার কেপি বলেন, ‘চেলসি আমার ক্লাব ৷ চেলসির অনেক খেলোয়াড়ই আমার বন্ধু ৷ এদের মধ্যে ল্যাম্পার্ড, কোল ও টেরি আমার ঘনিষ্ট বন্ধু ৷ চেলসিতেই আমি থাকি ৷ অ্যাকহিলস টেন্ডন ইনজুরির সময় চেলসিতেই আমি রি-হ্যাব করি ৷’ আইপিএল খেলতে এই মুহূর্তে ভারতে পিটারসেন ৷ আইপিএল সেভেনে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক কেপি ৷ রবিবার আমেদাবাদে আম্বেদকর স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে পিটারসেন আরও জানান, ‘আমার দুই ছেলে ২০১৪ ফুটবল বিশ্বকাপে সাও পাওলে প্রি-কোয়াটার ফাইনাল ম্যাচের আগে ফিফা ফেয়ারপ্লে পতাকা বহন করবে ৷’

এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চেলসি ৷ যদিও তাঁর প্রিয় ক্লাবের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন কেপি ৷ ৮০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ইপিএল-এ প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে ম্যানঞ্চেস্টার সিটি ও লিভারপুল ৷ খেতাবের দৌড়ে ম্যান সিটি-কেই এগিয়ে রাখছেন পিটারসেন ৷1 তিনি জানান, ‘চেলসির পক্ষে এবার চ্যাম্পিয়ন হওয়া কঠিন ৷ শনিবার রাতে ম্যান সিটি এভারটনকে ৩-২ গোলে হারানোয় চেলসির পিছিয়ে পড়ে ৷’ চেলসি চ্যাম্পিয়ন হতে না-পারলেও কোচ হোসে মোরিনহোর প্রশংসা করে কেপি বলেন, ‘মোরিনহো দুর্দান্ত ম্যানেজার ৷ ছেলেদের সেরা জায়গায় খেলাতে পছন্দ করেন ৷ সব সময় খেলোয়াড়দের থেকে চাপ নিজে নিয়ে নেন মোরিনহো ৷