মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা : গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ১০ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১০টি রাম’দা ও লোহার এঙ্গেলসহ দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার আব্দুল হাকিমের বাড়ির ভাড়াটিয়া ১০জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০টি রাম দা’ ৪টি লোহার এঙ্গেল, একটি হকিস্টিক ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়েছে। এরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাথৈ গ্রামের নাসির শেখের ছেলে প্রিন্স শেখ (২৭), সাহাবুর রহমান শেখের ছেলে টুটুল শেখ (২৭), রাজপাট গ্রামের গণপতি বাকশীর ছেলে আবীর বাকশী (২২), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামের কাঞ্চন সিকদারের ছেলে মো: হানিফ মিয়া (২৫), কালিয়াকৈরের বিশ্বাসপাড়া গ্রামের শামসুল হক সিকদারের ছেলে সানী সিকদার (২২), আলী ফকিরের ছেলে আরাফাত ফকির (২১), রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৃগীভাঙ্গা গ্রামের রহিম উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২৪), ময়মনসিংহ জেলার পাগলা থানার বারৈহাটী গ্রামের আলাউদ্দিন খানের ছেলে পিন্টু খান (২৫), ফুলবাড়ীয়া উপজেলার বাজিহাটী গ্রামের বারেক শেখের ছেলে সেলিম শেখ (১৯) ও পাবনা সদর উপজেলার ডুবুরিয়া গ্রামের ইউনুস খানের ছেলে ফারুক খান (২২)।