1দৈনিক বার্তা :

ইন্টারনেটের স্বাধীনতা নিয়ে দুনিয়াজুড়ে চর্চা হচ্ছে৷ বিভিন্ন দেশের সরকার ইন্টারনেট পরিষেবায় নজরদারি চালাচ্ছে৷ এনিয়ে সেই সব দেশের সরকারে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে৷ এই পরিস্থিতিতে একটি নতুন প্রযুক্তির উদয় হচ্ছে৷ এই  প্রযুক্তির মাধ্যমেই এবার কোনও রকম ইন্টারনেট ছাড়াই চলবে মোবাইল চ্যাট৷ বিনা ইন্টারনেটেই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে৷ যুগান্তকারী এই প্রযুক্তি শিগগির হাতের মুঠোর পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা৷
এই নয়া প্রযুক্তির নাম ‘মেশ নেটওয়ার্ক’৷ এই নেটওয়ার্কের সুবিধা রয়েছে, যা দুনিয়ায় একটা বিপ্লব ঘটাতে চলেছে৷ ‘মেশ নেটওয়ার্ক’ প্রযুক্তির মাধ্যমে দুরসঞ্চার দুনিয়ার মানুষজন ইন্টারনেটে মুখ্য ধারায় জুড়ে যাবে৷ এরজন্য কোনও রকম ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে না৷

বাস্তবে দেখা গিয়েছে, জঙ্গল ও প্রত্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার থাকে না৷ অনেক ক্ষেত্রে বিশেষ কিছু স্থানে মোবাইল নেটওয়ার্ক ব্লক করে দেওয়া হয়৷ এই সময় চ্যাট এবং মেসেজ পাঠানো সমস্য হয়ে যায়৷ এবার ‘মেশ নেটওয়ার্ক’ এই সমস্যা সহজেই সমাধান করতে চলেছে৷
মেশ নেটওয়ার্ক আসলে কী?
বাস্তবে দেখা যায়, আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলপথে মোবাইলের সিগন্যাল হারিয়ে যায়৷ মেশ নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের মূলধারার সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়ে থাকে৷এই মেশ নেটওয়ার্কের ক্ষমতাও অনেকটা বেশি৷সহজ কথা মেশ নেটওয়ার্ক অনেকটা সাইকেলের চাকার মতো৷ যার প্রত্যেকটি স্পক একটি কেন্দ্রীয় বিন্দুতে গিয়ে যুক্ত৷ মেশ নেটওয়ার্কের ওই কেন্দ্রীয় বিন্দু মোবাইল ফোন নেটওয়ার্ক, ইন্টারনেট নেটওয়ার্ক এবং কমপিউটারের সরবরাহ করে৷ যদি আপনার ফোনে মোবাইলে সিগন্যাল না থাকে,  তবে আপনি মেশ নেটওয়ার্কের মাধ্যমে অন্য মোবাইলে মেসেজ করতে পারবেন৷ firechat
মেশ নেটওয়ার্কের নিজস্ব কোনও সেন্ট্রাল কানেকশন বিন্দু থাকে না৷ তা সত্বেও এই নেটওয়ার্কের এক একটু দন্ড না তরঙ্গ স্বয়ংক্রিয়ভাবে ব্র্যান্ড নোডের  মতো কাজ শুরু করে৷ ফলে, খুব ভাল নেটওয়ার্ক রেঞ্জ পাওয়া যায় অন্য মোবাইলে৷ এর ফলে কোনও রকম মুখ্যধারার নেটওয়ার্ক ছাড়াই যে কোনও নেটওয়ার্কের মোবাইলে মেসেজ করা সম্ভব৷
এই নেটওয়ার্ক কি কাজ  করছে?
ফায়ারচ্যাট নামে একটি অ্যাপ অনেকটা এই নেটওয়ার্কের কাজ করছে৷ ফায়ারচ্যাট গত মার্চ মাসেই ওয়েব দুনিয়ার আত্মপ্রকাশ করেছে৷ এই অল্প সময়ের মধ্যে লাখো মানুষ এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছে৷এই মেশ নেটওয়ার্কের মাধ্যমে আপনি সহজেই মেসেজ, ফটো এবং ভিডিও পাঠাতে পারবেন৷ খুব শিগগির জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও মেশ নেটওয়ার্কের মাধ্যমে চ্যাট করতে পারবেন৷ এই অ্যাপটি সম্প্রতি অ্যান্ডয়েড মোবাইলেও যুক্ত কার হয়েছে৷ ফলে,  যে কোনও দিন আপনিও কোনও মোবাইলের সিগন্যাল ছাড়াই মেসেজ, ছবি পাঠাতে পারবেন৷12
এই নয়া প্রযুক্তির নাম ‘মেশ নেটওয়ার্ক’৷ এই নেটওয়ার্কের সুবিধা রয়েছে, যা দুনিয়ায় একটা বিপ্লব ঘটাতে চলেছে৷ ‘মেশ নেটওয়ার্ক’ প্রযুক্তির মাধ্যমে দুরসঞ্চার দুনিয়ার মানুষজন ইন্টারনেটে মুখ্য ধারায় জুড়ে যাবে৷ এরজন্য কোনও রকম ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে না৷
বাস্তবে দেখা গিয়েছে, জঙ্গল ও প্রত্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার থাকে না৷ অনেক ক্ষেত্রে বিশেষ কিছু স্থানে মোবাইল নেটওয়ার্ক ব্লক করে দেওয়া হয়৷ এই সময় চ্যাট এবং মেসেজ পাঠানো সমস্য হয়ে যায়৷ এবার ‘মেশ নেটওয়ার্ক’ এই সমস্যা সহজেই সমাধান করতে চলেছে৷