1দৈনিক বার্তা : টুর্নামেন্ট চলাকালীনই দলের তিন ক্রিকেটারকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল দিল্লি ডেয়ারডেভিলস৷ ঘরের ছেলে মিলিন্দ কুমারসহ হরিয়ানার অফ-স্পিনার জয়ন্ত যাদব এবং কর্ণাটকের মিডিয়াম পেসার এইচএস শরৎ আপাতত ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি৷ ফলে ২৩ জনের দল এখন ২০ জনের হয়ে দাঁড়িয়েছে৷ এখনই দলে এই তিন ক্রিকেটারের কোনও প্রয়োজন নেই বলেই তাঁদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট৷ সংবাদসংস্থা পিটিআইকে ডেয়ারডেভিলস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ মিলিন্দ, শরৎ এবং জয়ন্তকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও দরকার পড়লে তাঁদের অবশ্যই আবার ফিরিয়ে আনা হবে৷’ সোমবারই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে দিল্লি ডেয়ারডেভিলস৷ টানা কয়েকটি ম্যাচে হারার পর ঘরের মাঠে জিততে এখন মরিয়া পিটারসেনরা৷ দলের এখনও পর্যন্ত পারফরম্যান্সে ফ্র্যাঞ্চাইজি যে খুশি নয় তা ম্যাচের আগের দিন তিনজনকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত থেকেই পরিষ্কার৷