দৈনিক বার্তা : হাটহাজারীতে ‘মাওলানা বেদারুল আলম রহ.এর জীবন-কর্ম ও অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, সরকার গত ৫মে শাপলা চত্বরে গনহত্যা চালিয়ে। বিচারের নামে একের পর এক জুড়িসিয়াল কিলিং চালানো হচ্ছে। গুম, খুন, হত্যা এ সরকারের নিত্য কাজ ।সকালে কেউ সত্য কথা বললে বিকালে তার লাশ পাওয়া যায়।
তিনি আরো বলেন, কওমী মাদরাসার আলেমরা রাজনীতি করেন না, কিন্তু কেউ ইসলামের উপর হস্থক্ষেপ করলে এ আলেম সমাজ বসে থাকেন না। মাওলানা বেদারুল আলম ( রহ.) এর মতো নির্ভীক আলেমবদ্ধ হয়ে ইসলাম রক্ষায় বর্তমান অবৈধ ফ্যাসিস সরকারকে রুকে দিতে হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হাটহাজারীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সভায় উদ্ধোধন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের এর নায়েবে আমির আল্লামা হাফেজ শামসুল আলম।
বাংলাদেশ নেজামে ইসলামে পার্টির ব্যবস্থাপনায় ও হেফাজত নেতা মাওলানা মির ইদর্সি এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান আলোচক ছিলেন হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ন মহাসচিব আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, আল্লামা শেখ আহামদ, মাওলানা জাফর উল্লাহ খান প্রমুখ। ‘মাওলানা বেদারুল আলম রহ.এর জীবন-কর্ম ও অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন শাহ্ মহিউদ্দিন মোহাম্মদ আনিছ।
উল্লেখ্য যে, তিনি দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রসার মুহাদ্দিস ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ু ইসলামী ঐক্যজোট এর হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ছিলেন।