দৈনিক বার্তা : বর্তমানে নারায়ণগঞ্জসহ সারাদেশে গুম, অপহরণ চোরাগুপ্ত হত্যার জন্যে বিএনপি-জামাত চক্রকে দায়ী করলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। শনিবার সকাল ১০টার দিকে মাদারীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিককে নৌমন্ত্রী বলেন, এখন যে ঘটনাগুলো ঘটছে। তা সু-কৌশলে ১৯ দল তথা বিএনপি-জামাত চক্র এগুলো করছে। এবং তারা এসব ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারকে অকার্যকর করার প্রমাণের চেষ্টা করছে এবং সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে।’
মন্ত্রী আরো বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ এপ্রিল বক্তব্যে বলেছেন, গুম, হত্যা এগুলো আওয়ামীলীগ করছে। তার আগের দিন তাদেরই একজন নেতা সাদেক হোসেন খোকা সেও বলেছে, চোরা গুপ্ত হামলার মধ্য দিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে। তাদের এই দুটি কথাকে যদি এনালাইসেস করি তা হলে দাড়ায়, ২০১৩ সালে এদেশে প্রকাশ্যে মানুষকে হত্যা করে, গাড়ি পুড়িয়ে, গাছ কেটে, শহীদ মিনার ভেঙ্গে যে তারা যে আন্দোলন করেছে। সেখানে তারা ব্যর্থ হয়েছে। আমার মনে হয়, এখন তারা অপহরণ করে সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে।’
জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। দুই দিন ব্যাপী এই মেলায় ১৭টি স্টলে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী সামগ্রী উপস্থাপন করে।