11দৈনিক বার্তা : শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে তাকে উদ্ধার করে র‌্যাব-৪ এর সদস্যরা।

র‌্যাবের মিডিয়া উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান দৈনিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। অপহৃতের স্ত্রী আফরীন সুলতানা জানান, অপহরণকারীরা সাইফুল ইসলামকে চোখ বাঁধা অবস্থায় নবীনগর স্মৃতিসৌধ এলাকায় ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন পুলিশ ও র‌্যাবকে খবর দিলে র‌্যাব-৪ এর সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে দোকানের ম্যানেজার আব্দুল হান্নানের কাছে অপহরণকারীরা মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় শুক্রবার সকালে অপহৃতের স্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাইফুল সানারপাড়ের সোনামিয়া মার্কেটের সামিয়া সুপার শপের মালিক।